মন্তব্য
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার (২ দিন) পূর্বাভাসে সোমবার (২০ মে) এ কথা জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এটি ঘণীভূত হতে পারে।
দেশের রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারী জেলায় এবং খুলনা ও বরিশাল বিভাগে বিরাজমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
সোমবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- দেশের বিভাগুলোর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।
বিডি২৪অনলাইন/এন/এমকে