দ্বিতীয় ধাপের ভোটের প্রস্তুতি শেষ

নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৪

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোট হবে মঙ্গলবার (২১ মে)। ভোট ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মোতায়েন করা হয়েছে র‌্যাব, পুলিশ, আনসার বিজিবি সদস্যরা।

দ্বিতীয় ধাপে সব মিলে এক হাজার ৮২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন রয়েছেন।

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্য ইউনিয়নে প্রতি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে। নির্বাচনী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার সম্পন্ন করতে  ১৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট মাঠে থাকছেন।

নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন,  ইসি আশা করছে দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ হবে। দ্বিতীয় ধাপের নির্বাচন প্রথম ধাপের নির্বাচনের চেয়েও সুষ্ঠু হবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর