করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে ও আয়োজন সীমিত আকারে রেখে ২৬ মার্চ সারাদেশে
‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার। কোভিড-১৯ পরিস্থিতি
বিবেচনায় সংশোধিত কর্মসূচি প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সরকারের
মন্ত্রণালয়/বিভাগ, দফতর, পরিদফতর, অফিস-আদালতসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান জাতীয়
কর্মসূচির আলোকে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিভাগ, জেলা, উপজেলা সদরে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং
পুলিশ, আনসার, বিএনসিসি, বয় স্কাউট, গার্ল গাইড -এর সমন্বয়ে কুচকাওয়াজ হবে। সীমিত
আকারে নৌকা বাইচ/কাবাড়ি ফেডারেশনের ব্যবস্থাপনায় কাবাডি প্রতিযোগিতার আয়োজন
করতে হবে। ঢাকায় নির্দিষ্ট স্থানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড,
পুলিশ আনসার ও ভিডিপির বাদকদল মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে
বাধ্য পরিবেশন করবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণযোগাযোগ অধিদফতর সোহরাওয়ার্দী
উদ্যানের উন্মুক্ত নাট্যমঞ্চে (অ্যাম্পিথিয়েটার) থেকে ভ্রাম্যমাণ ট্রাকে রাজধানীর বিভিন্ন এলাকায়
এবং সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত নৌপথে বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে মাস্ক পরিধানসহ
অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে সংগীত পরিবেশন করবেন। শিক্ষাপ্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয়
দিবসের তাৎপর্য তুলে ধরে ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। চট্টগ্রাম, খুলনা,
ও মোংলা বন্দর, পায়রা বন্দর ঢাকার সরদঘাট, নারায়ণগঞ্জের পাগলা, বরিশালের চাঁদপুর
বিআইডব্লিউটিএ ঘাটে বাংলাদেশ নৌ-বাহিনী ও কোস্ট গার্ডের জাহাজগুলো বিকাল ২টা থেকে
সূর্যাস্ত পর্যন্ত মাস্কসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত
রাখতে হবে।
জেলা ও উপজেলা সদরে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান করা, অনলাইনভিত্তিক মাধ্যমে জাতীয় ও জেলা পর্যায়ে
নারীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, বাংলাদেশ শিশু একাডেমি নির্ধারিত সময়ে
অনলাইন/ইমেইল/ডাকযোগে/ভার্চুয়াল মাধ্যমে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা, মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে
জেলা এবং উপজেলা পর্যায়ে ফুটবল প্রদর্শনী ম্যাচ ও দেশিয় খেলার আয়োজন, ক্রিকেট, ভলিবল
ম্যাচের আয়োজন করতে হবে। মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে
ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে সিনেমা হলগুলোয় বিনা টিকেটে ছাত্র-ছাত্রীদের জন্য
চলচ্চিত্র প্রদর্শনী এবং জেলা ও উপজেলা পর্যায়ে মিলনায়তনে, উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক
প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করতে হবে।
এমকে