মন্তব্য
চলতি অর্থবছরের শেষ দিকে এসে দেশের মানুষের মাথাপিছু মাসিক আয় বেড়েছে। এ আয়ের পরিমাণ এখন ২ হাজার ৭৮৪ মার্কিন ডলারে। গত অর্থবছরে এ আয় ছিল ২ হাজার ৭৪৯ মার্কিন ডলার।
এদিকে চলতি অর্থবছরের শেষ সময়ে এসে সাময়িক হিসাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় কিছুটা বাড়বে। ৫.৮২ শতাংশ দাঁড়াবে জিডিপি।
সোমবার (২০ মে) জিডিপির সাময়িকী তথ্য প্রকাশ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএস বলছে, আগের অর্থবছরে জিডিপি ছিল ৫.৭৮ শতাংশ। বর্তমানে টাকা হিসেবে দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা।
বিডি২৪অনলাইন/ই/এমকে