নতুন যাত্রায় ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলেন ইয়ামি

নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০২৪

ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। সোশাল মিডিয়ার মাধ্যমে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে বাবা-মা হিসেবে নতুন যাত্রায়  ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন এ অভিনেত্রী।

জানা গেছে, অক্ষয় তৃতীয়ার দিনই সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ছেলের নাম বেদাবিদ রেখেছেন ইয়ামি তার স্বামী আদিত্য ধর।

এর আগেআর্টিকল-৩৭০সিনেমার প্রচারের সময়ই তার মা হতে হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। বেবি বাম্প নিয়েই সিনেমার প্রচারে নামেন অভিনেত্রী। পাশে ছিলেন তার নির্মাতা স্বামী।

এদিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তার ছবিতে দেখা গেছে, মহাদেবের কোলে রয়েছে তার ছোট্ট শিশু। পোস্টে সূর্য হাসপাতালের দুই চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দিয়ে ইয়ামি লেখেন, ‘বাবা-মা হিসেবে নতুন যাত্রায় আমরা আমাদের ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমাদের আশা বিশ্বাস, পরিবারের পাশাপাশি এই সুন্দর দেশেরও (ভারতের) গর্ব হয়ে উঠবে।

 

 


মন্তব্য
জেলার খবর