টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে আঁটঘাট বেধেই নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেনকে নিয়োগ দেওয়া হয়েছে। চেন্নাই সুপার কিংস থেকে ডেভিড রিডকে মেন্টাল ও স্কিল কন্ডিশনিং কোচ করা হয়েছে। এখন মেন্টর হিসেবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসের দিকে হাত বাড়িয়েছে পিসিবি।
পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, রিচার্ডসকে মেন্টর করার ব্যাপারে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে পিসিবি। পাকিস্তান সুপার লিগে রিচার্ড যেভাবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দায়িত্ব পালন করেছে তাতে বেশ সন্তুষ্ট বোর্ড। তার এ অভিজ্ঞতা টি টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগাতে চায় পিসিবি।
এদিকে ক্যারিবীয় এ কিংবদন্তী বিশ্বকাপের ধারাভাষ্য দলের অংশ হতে পারেন বলে আভাস পাওয়া গেছে। যদিও পিসিবি এবং বিশ্বকাপের আয়োজক কারো সঙ্গেই এখনো কোন চুক্তিতে সাক্ষর করেননি তিনি।
বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে পাকিস্তান। এ গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত,আয়ারল্যান্ড, কানাডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। আগামী ৬ জুন ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন বাবর আজমরা।
বিডি২৪অনলাইন/এস/এমকে