মন্তব্য
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ সোমবার (২১ মে) শেষ হয়েছে। এ ধাপে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার (২১ মে) ভোটগ্রহণের পর বিকালে ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন সিইসি। এ সময় এ তথ্য জানান তিনি।
মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। এ ধাপে অধিকাংশ উপজেলার ভোটকেন্দ্রে উল্লেখ করার মতো ভোটার দেখা যায়নি। এ ছাড়া বিভিন্নস্থানে গুলিবর্ষণ, সংঘর্ষ ও প্রিসাইডিং কর্মকর্তা আটকসহ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে