কোরবানির ঈদের আগে ভোজ্যতেলের দাম বাড়বে না

নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০২৪

ডলারের দাম বাড়লেও কোরবানির ঈদের আগে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে না। ডলারের সমন্বয়টা ১০ টাকা থেকে ১৭ টাকা। এতে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না।

মঙ্গলবার (২১ মে) সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রাজধানী ঢাকার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, উৎপাদনকারী আমদানিকারকরা ঈদ পর্যন্ত নতুন করে কোনো মূল্য বেঁধে দেবে না বলে আশা করছি। আগে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল, ঈদের আগ পর্যন্ত নতুন কোনো দাম নির্ধারণ করা হবে না। পুরোনো দামেই  সরবরাহ করতে পারবেন তারা। ডলারের দাম বাড়লেও ভোক্তাদের সুবিধার্থে পণ্যের দাম একই পর্যায়ে রাখা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এর আগে আমদানিকারকরা অভিযোগ করছিলেন- তারা ব্যাংক থেকে সরকারি নির্ধারিত রেটে ডলার পাচ্ছিলেন না। তাই তখন ১২০ টাকা, ১২২ টাকা, একেকজন একেকভাবে প্রাইভেটলি সেটলড (নিষ্পত্তি) করছিলেন। এখন সরকার সমন্বয় করার কারণে সরকারি রেটেই আমদানি করতে পারবেন তারা। তাই আমদানিনির্ভর পণ্য বিশেষত ভোজ্যতেলের দাম কোনো সমন্বয় করা হবে না।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর