শুরু হচ্ছে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০২৪

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে নামছে  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)  বিদ্যমান আইন এবং বিধিমালা অনুযায়ী আগামী জুলাই থেকে ত্রুটিপূর্ণ মোটরযানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা। ফিটনেসবিহীন মোটরযান চলাচল বন্ধে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে বিআরটিএ।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়,  ঢাকাসহ মহাসড়কে ত্রুটিপূর্ণ যানবাহন চলাচলের কারণে প্রায় সড়ক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে।   দুর্ঘটনা কমাতে ত্রুটিপূর্ণ মোটরযান চলাচল বন্ধ করা প্রয়োজন। মোটরযানের চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তা নিশ্চিতকল্পে আগামী জুলাইয়ের মধ্যে ধরনের ত্রুটিপূর্ণ মোটরযানকে ত্রুটিমুক্ত দৃষ্টিনন্দন করতে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় বিআরটিএ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর