ঝুঁকিতে জ্বালানি তেলের আমদানি-রপ্তানি

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৪

অতিরিক্ত তাপমাত্রার কারণে বরফ গলে যাচ্ছে,বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এ বৃদ্ধিতে বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে জ্বালানি তেলের আমদানি-রপ্তানি। গবেষকরা সতর্ক করে তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স

খবরে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা শুধু মূল তেল বন্দরগুলোকে নয়, উপকূলীয় শোধনাগার পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোকেও প্লাবিত করবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় বিশ্বের মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া জাপানের মতো আমদানিনির্ভর দেশগুলোতে জ্বালানি আমদানি-রপ্তানির বেশি প্রভাব পড়তে পারে। এ ছাড়াওঅনেক দেশের টার্মিনালগুলো বন্যায় প্লাবিত হতে পারে।

প্রাপ্ত তথ্যমতে,  সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়লে বিশ্বের শীর্ষ ১৫টি ট্যাংকার টার্মিনালের মধ্যে ১২টির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এর মধ্যে  এশিয়াভিত্তিক টার্মিনাল  আছে পাঁচটি। এ ক্ষেত্রে সৌদি আরব, রাশিয়া, যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত থেকে রপ্তানির ক্রুড অয়েলের ৪২ শতাংশ পর্যন্ত ঝুঁকিতে রয়েছে।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর