দেশের নির্বাচনে ভোট নিয়ে কোনো সংকট নেই। সংকট হচ্ছে রাজনীতিতে। রাজনীতি ভালোভাবে প্রবাহিত হলে বিদ্যমান ভোটার সঙ্কট আগামী দিনে কেটে যাবে। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার (২১ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট গ্রহণ করা হয়েছে। এ ধাপে ভোটার উপস্থিতি প্রসঙ্গে সাংবাদিকদের বিফ্রিংকালে এ কথা জানান সিইসি। সিইসির তথ্যানুযায়ী, এ ধাপে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে।
আশা প্রকাশ করে সিইসি বলেন, রাজনীতিতে বিদ্যমান সংকট একসময় কাটিয়ে ওঠা যাবে। সুস্থ ধারায় দেশের রাজনীতি প্রবাহিত হবে, ভোটাররাও উৎসাহিত হবেন। উৎসাহব্যঞ্জক পরিবেশে ভোট কেন্দ্রে আসবেন তখন ভোটাররা।
সিইসি বলেন, গণতান্ত্রিক দেশে ভোটারদের স্বশাসন বুঝতে হবে। নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নিজেরাই নিজেদের পরিচালিত করবে। এটা হচ্ছে সচেতনতা এবং গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।
দ্বিতীয় ধাপেও ভোট কম পড়ার কারণ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বড় একটি রাজনৈতিকনির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে। তারা জনগণকে ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। যে কোনো গণতান্ত্রিক দেশে এ ধরনের চেষ্টা থাকতে পারে।
বিডি২৪অনলাইন/এন/এমকে