মন্তব্য
২০২২ সালে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন তাহসান খান। সেই বিরতি কাটিয়ে ‘বাজি’ ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে ফিরছেন তিনি। আরিফুর রহমানের এ সিরিজে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে।
এর আগে গোলাম সোহরাব দোদুলের ‘ছক’ সিনেমা দিয়ে ওটিটিতে কাজ শুরু করেন এ অভিনেতা। বাজি ওয়েব সিরিজে তাহসানের সঙ্গে দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে। তিনি অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে।
ক্রিকেট নিয়ে সাজানো হয়েছে বাজির গল্প। সাত পর্বের এ সিরিজ ঈদুল আজহায় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানা গেছে।
বিডি২৪অনলাইন/ই/এমকে