নকলায় সোহাগ চেয়ারম্যান, কনক ও লাকী ভাইস চেয়ারম্যান নির্বাচিত

নকলা (শেরপুর) প্রতিনিধি
২২ মে ২০২৪

শেরপুর জেলার নকলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে .কে.এম মাহবুবুল আলম সোহাগ এবং ভাইস চেয়ারম্যান পদে আবু হামযা কনক মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে লাকী আক্তার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) ভোটগ্রহণ শেষ বেসরকারি ফলাফল ঘোষণা করেন সহকারি রির্টানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।

ফলাফলে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সভাপতি .কে.এম মাহবুবুল আলম সোহাগ দোয়াত-কলম প্রতীকে ২০ হাজার ৬৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোকশেদুল হক শিবলু কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ২১৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্র লীগের আহবায়ক আবু হামযা কনক চশমা প্রতীকে ৩১ হাজার ১৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু পেয়েছেন ২৭ হাজার ১৪২ ভোট।

গত দুইবারের পরাজিত প্রার্থী লাকী আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান পদে  প্রজাপতি প্রতীকে ৬১ হাজার ২৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন হাঁস প্রতীকে হাজার ১৩৪ ভোট পেয়েছেন।

সহকারী রির্টানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন জানান, নির্বাচনে উপজেলার কোথাও গোলযোগের তথ্য পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।

 

বিডি২৪অনলাইন/রেজাউল হাসান/সি/এমকে


মন্তব্য
জেলার খবর