সাতক্ষীরায় বিদ্যুৎতায়িত হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২২ মে ২০২৪

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় ঘরে ফ্যান চালু করার সময় বিদ্যুৎতায়িত হয়ে ইসমাইল হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) দুপুরে তাদের নিজ বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।

ইসমাইল হোসেন উপজেলার মৌতলা বাজার এলাকার শেখ শাহজাহান আলীর ছেলে। সে  রায়পুর ইফতেদায়ী মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করতো।

মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল জানান,  ইসমাইল হোসেন ফ্যান চালু করার জন্য সুইচবোর্ডে হাত দেয়। ওই সময় সে বিদ্যুৎতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা.  সাকির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর