পরিকল্পিতভাবে এমপি আজীমকে খুন করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
২২ মে ২০২৪

ঝিনাইদহ- আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কারা তাকে খুন করেছে সেটা জানতে বাংলাদেশ ভারতের পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (২২ মে)  নিজ বাসায় এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  মন্ত্রী বলেন, আটকরা বাংলাদেশ পুলিশের কাছে আছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চিকিৎসার জন্য আনোয়ারুল আজীম দেশের বাইরে যান। ভারতের পুলিশ  নিশ্চিত করেছে, তাকে হত্যা করা হয়েছে- জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ভারতের কেউ নয়, বাংলাদেশের মানুষই তাকে খুন করেছে।  এ বিষয়ে আরও তথ্য আছে। তবে তদন্তের স্বার্থে এখন জানাতে পারছি না। এ ঘটনা ঘিরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর