সরকার প্রধান হিসেবে আসছেন মোদি

২৪ মার্চ ২০২১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের সরকার
প্রধান হিসেবে নরেন্দ্র মোদি ঢাকায় আসছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, ভারতের সরকার
প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ, কোনও ব্যক্তি বিশেষকে নয়। মঙ্গলবার (২৩ মার্চ)
অনলাইন প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধে প্রধান মিত্র দেশ ছিল ভারত। তাই ভারতের সরকার প্রধানকে
আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।এজন্য ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে
অস্থিরতা তৈরিতে কাউকে উসকানি না দেওয়ার আহবান জানান তিনি।
ওবায়দুল কাদের জানান, নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচন বা
অন্য কোনও বিষয়ের সঙ্গে যোগসূত্র নেই, তিনি আমন্ত্রিত অতিথি। এই সময় বঙ্গবন্ধুর
জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এখন থেকে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত প্রতি
শুক্রবার মসজিদ, মন্দির ও প্যাগোডায় দোয়া করার জন্য আওয়ামী লীগের জেলা, উপজেলা,
থানা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সব শাখা এবং সহযোগী সংগঠনগুলোর প্রতি আহবান জানান
ওবায়দুল কাদের।
এমকে


মন্তব্য
জেলার খবর