মন্তব্য
গেল এপ্রিল মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৭০৮ জন নিহত ও ২ হাজার ৪২৬ জন আহত হয়েছেন। এ সময়ে সড়কে ৬৮৩টি দুর্ঘটনা ঘটেছে। বুধবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সমিতি জানায়, সড়ক দুর্ঘটনা ছাড়াও এ মাসে রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ৩৬ জন আহত এবং নৌপথে ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, বিভাগগুলোর মধ্যে এপ্রিল মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকায়, সংখ্যায় ১৫৫টি। এসব দুর্ঘটনায় ১৭৯ জন নিহত ও ৩০৫ জন আহত হয়েছেন। বিপরীতে সবচেয়ে কম- ৩৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে বরিশালে। এসব দুর্ঘটনায় ৫৩ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে