এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৭০৮

নিজস্ব প্রতিবেদক
২২ মে ২০২৪

গেল এপ্রিল মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৭০৮ জন নিহত হাজার ৪২৬ জন আহত হয়েছেন। এ সময়ে সড়কে ৬৮৩টি দুর্ঘটনা ঘটেছে। বুধবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সমিতি জানায়, সড়ক দুর্ঘটনা ছাড়াও এ মাসে রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত ৩৬ জন আহত এবং নৌপথে ৬টি দুর্ঘটনায় জন নিহত ১০ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, বিভাগগুলোর মধ্যে এপ্রিল মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকায়, সংখ্যায় ১৫৫টি। এসব দুর্ঘটনায় ১৭৯ জন নিহত ৩০৫ জন আহত হয়েছেন। বিপরীতে সবচেয়ে কম- ৩৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে বরিশালে। এসব দুর্ঘটনায় ৫৩ জন নিহত ৪৮ জন আহত হয়েছেন।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর