মন্তব্য
সাতক্ষীরার শ্যামনগরে ডাম্পার ট্রাকের ধাক্কায় আব্দুল করিম নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মে) উপজেলার গোডাউন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল করিম হায়বাতপুর গ্রামের বাসিন্দা ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ি থেকে আব্দুল করিম মোটরসাইকেলে শ্যামনগর সদরের দিকে যাচ্ছিলেন। গোডাউন মোড় এলাকায় তার মোটরসাইকেলের সঙ্গে ডাম্পার ট্রাকের ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলাপার পালিয়ে গেছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে