লেনদেন কমেছে ৬২ কোটি টাকা

২৪ মার্চ ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের কার্যদিবসের তুলনায় মঙ্গলবার লেনদেন কমেছে ৬২
কোটি টাকার ওপরে। আর সিংহভাগ শেয়ারের দর কমার পাশাপাশি মিশ্র প্রবণতা দেখা গেছে
সূচকের । শেয়ার লেনদেন হয় ৩৪৫টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে
১৩৮টির এবং অপরিবর্তিত ছিল ১১৪টির।
লেনদেন হয় ৬৩১ কোটি ছয় লাখ ৭৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবসে এই লেনদেনের পরিমাণ ছিল হয়েছিল ৬৯৩ কোটি ১৭ লাখ পাঁচ হাজার
টাকা। সেই হিসাবে লেনদেন কমেছে ৬২ কোটি ১০ লাখ ৩১ হাজার টাকা। ১৬ কোটি ১৪ লাখ
১৪ হাজার ৭৩৬টি শেয়ার এক লাখ ৩৯ হাজার ৯৮৫ বার হাতবদল হয়। শুরুতে পতন, বেলা
সাড়ে ১১টা থেকে কিছুটা উত্থান হলেও শেষ সময়ে ফের সূচক পতনের চিত্র দেখা গেছে
লেনদেনে।
প্রধান সূচক ডিএসইএক্স এক দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪১৩ দশমিক ৭৩ পয়েন্টে
পৌঁছায়। ডিএসইএস সূচক এক দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩৭ দশমিক ৫৯ পয়েন্টে
অবস্থান করে। ডিএস৩০ সূচক তিন দশমিক ২৯ পয়েন্ট কমে দুই হাজার ৬৩ দশমিক ৫৬ পয়েন্টে
স্থির হয়। বাজার মূলধন দুই হাজার ২২৩ কোটি ৬০ লাখ ৯২ হাজার টাকা কমে দাঁড়ায় চার লাখ
৭০ হাজার ৭৮ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ
এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) লিমিটেড। ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়ে দর
বৃদ্ধির শীর্ষে ছিল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এমকে


মন্তব্য
জেলার খবর