সাতক্ষীরার সুবর্ণচরে সাবেক এক ইউপি সদস্যের বাধায় পূর্ব সেলিম বাজারে ব্যবসায়ীদের জন্য শেড নির্মাণ করতে পারছেন না সংশ্লিষ্ট ঠিকাদার। বাজার উন্নয়নের স্বার্থে পাশাপাশি দুইটি শেড নির্মাণ করার কথা থাকেলেও মালিকানা দাবি তুলে একটি শেড নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেছেন সাবেক এ ইউপি সদস্য।
অভিযুক্ত হলেন- ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাহে আলম। তিনি অবশ্য বলেছেন, এ শেড আমার জায়গা আছে। তাই কাজ বন্ধ রাখতে ঠিকাদার ও তার লোকজনকে বলেছি।
জানা গেছে, গ্রামীণ হাটবাজারের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় (সিডিএসপি) সেলিম বাজারের শেড নির্মাণ কাজটির টেন্ডার পেয়েছেন মের্সাস কাজী এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিনে জানা যায়, ওই বাজারে দুইটি শেড নির্মাণ কাজের টেন্ডার হয়েছে। এর একটি শেডের কাজ প্রায় শেষ পর্যায়ে। অপর শেডের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। কাজ বন্ধ রাখা শেডের ঠিকাদার কাজী হেলাল জানান, সাবেক ইউপি সদস্য মাহে আলম তাকে কাজ বন্ধ রাখতে বলেছেন। পাশাপাশি এ নিয়ে হুমকি-ধামকিও দিয়েছেন। তাই শেড নির্মাণ কাজ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।
পূর্ব সেলিম বাজারের বর্তমান সেক্রেটারি মো. সিরাজ জানান, গোটা বাজারটিই সরকারি খাস খতিয়ানভূক্ত। বাজার উন্নয়নের স্বার্থে পাশাপাশি দুইটি শেড নির্মাণ করার কথা। কিন্তু ভুয়া মালিকানা দাবি কেরে একটি শেড নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন সাবেক ইউপি সদস্য মাহে আলম। এ বিষয়ে আমরা জেলা প্রশাসক, ইউএনও ও নবাগত উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি।
সাবেক ইউপি সদস্য মাহে আলম জানান, হুমকি-ধামকির মতো কোন ঘটনা ঘটেনি। আমি এমপি সাহেবকে বিষয়টি জানিয়েছি। এমপি সাহেব ঠিকাদারকে বলেছেন অন্য স্থানে এ শেড নির্মাণ করতে। তাহলে আমি কাজ বন্ধ করে দিলাম কি করে?
শেড নির্মাণ কাজের দায়িত্বে থাকা উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. রবিউল আলম জানান, কাজ বন্ধের বিষয়ে আমাকে কেউ বলেনি। খোঁজ নিয়ে আমি দ্রুত পদক্ষেপ নিবো।
সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন সরকার জানান, আমি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/দেলোয়ার হোসেন/সি/এমকে