মন্তব্য
জনগণ ছাড়া এককভাবে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। বলেছেন, মশা সম্পর্কে জনগণকে প্রতিনিয়ত সচেতন করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ মে) রাজধানী ঢাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। মন্ত্রী বলেন, যে কোনো কাজ করতে হলে সমন্বয় করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে থাকা মন্ত্রণালয়গুলোর সবাই সমন্বয় করে কাজে করে যাচ্ছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে