সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোক

নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২৪

সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদের সব স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত বৃহস্পতিবার (২৩ মে) আদেশ দেন।

প্রচলিত মানি লন্ডারিং আইন এবং দুদক বিধিমালা অনুযায়ী এ ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর আগে বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোক ফ্রিজ করার বিষয়ে দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করা  হয়।

আবেদনে বলা হয়, বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোক ফ্রিজ না করা গেলে সেটা হস্তান্তর হয়ে যেতে পারে। ফলে পরবর্তীতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না।  

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বেনজীর আহমেদের বিরুদ্ধে গণমাধ্যমে আসা খবর ও অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর