সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদের সব স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত বৃহস্পতিবার (২৩ মে) এ আদেশ দেন।
প্রচলিত মানি লন্ডারিং আইন এবং দুদক বিধিমালা অনুযায়ী এ ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর আগে বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোক ও ফ্রিজ করার বিষয়ে দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়।
আবেদনে বলা হয়, বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোক ও ফ্রিজ না করা গেলে সেটা হস্তান্তর হয়ে যেতে পারে। ফলে পরবর্তীতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি ও ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বেনজীর আহমেদের বিরুদ্ধে গণমাধ্যমে আসা খবর ও অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বিডি২৪অনলাইন/এন/এমকে