ক্রিকেটারদের মানসিকতা পরিবর্তন দরকার: শান্ত

নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২৪

স্বাগতিক যুক্তরাষ্টের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। ভালো না খেলায় দ্বিতীয় ম্যাচেই সিরিজ হাতছাড়া হয়ে যায় টাইগারদের। আর ভালো না খেলার কথা অকপটে স্বীকার করেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, স্কিল নয়, মানসিকতায় পরিবর্তন দরকার ক্রিকেটারদের। মাইন্ডসেট ঠিক করা।

দ্বিতীয় ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‍এটা (সিরিজ পরাজয়) আমাদের জন্য খুবই হতাশাজনক। ম্যাচের মাঝখানে প্রায় প্রতিটি ওভারেই উইকেট হারিয়েছি। এ জন্যই দ্বিতীয় ম্যাচটিও তাদের হারতে হয়েছে বলে মনে করেন শান্ত।

টাইগার অধিনায়ক জানান, যুক্তরাষ্টের কন্ডিশনে এখন ভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সত্যি বলতে আমরা ভালো খেলেনি। আমি মনে করি এটা খুবই ভালো একটা সুযোগ (নিজেদের ভুল ঠিক শোধরানোর)। সামনে আরও একটি ম্যাচ আছে, সেখানে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করার।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর