অভিনেত্রী আনুশকা শর্মার ব্যক্তিত্ব, ফ্যাশন সেন্স , চুল ও পোশাকের স্টাইল অনেক নারীর কাছে আগ্রহ জাগায়। সম্প্রতি নতুন হেয়ারস্টাইলে নিজেকে মেলে ধরেছেন এ অভিনেত্রী। এ নতুন লুকের ছবি রীতিমতো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ইনস্টাগ্রামে এ অভিনেত্রীর সঙ্গে নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন হেয়ারস্টাইলিস্ট রশিদ সালমানি। সেখানে অভিনেত্রীকে বাদামি চুলের রঙে দেখা গেছে। ছবিতে আনুশকা তার পেছনে পোজ দিয়েছেন, যখন তারা ক্যামেরার দিকে হাসছিলেন।
ক্যাপশনে রশিদ লিখেছেন, ‘চমৎকার আনুশকা স্টাইল করার সম্মান পেয়েছি!’ পোস্ট করা ছবিতে নানান ধরণের মন্তব্য করছেন নেটিজেনারা। এর মধ্যে কেউ কেউ বলেছেন- ‘একটি সুন্দর হাসিসহ এই সুন্দর মুখ, সেই উজ্জ্বল ত্বক এবং পূর্ব সুন্দর চোখ, এছাড়াও আনুশকা একজন সুন্দর মানুষ’, ‘খুব সুন্দর লাগছে’, ‘কি সুন্দর মানুষ। ‘মা হওয়ার পর আরও সুন্দর হয়ে গেছেন আনুশকা’উল্লেখযোগ্য ।
গত ফেব্রুয়ারিতে অনুশকা এবং বিরাট দ্বিতীয়বারের মতো মা-বাবা হয়েছেন। ২০১৭ সালে এই জুটি গাঁটছড়া বাঁধেন। তাদের মেয়ে ভামিকা, ২০২১ সালে জন্মগ্রহণ করে।
বিডি২৪অনলাইন/ই/এমকে