আরও কমানো হয়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২৪

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারো সোনার দাম কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ১৭ হাজার ১৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (২৬ মে) থেকে নতুন দাম কার্যকর হবে।

শনিবার (২৫ মে) সোনার নতুন দরে ঘোষণা করে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর আগে গত ২৪ মে সোনার দাম কমানো হয়।

নতুন দরে ভরি প্রতি ২১ ক্যারেট এক লাখ ১১ হাজার ৮৪৬ টাকা, ১৮ ক্যারেট ৯৫ হাজার ৮৬৬ টাকা  আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৭৯ হাজার ২৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর