গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধায় শ্বশুর বাড়িতে অগ্নিদগ্ধ গৃহবধূ শারমিন বেগম (২০)কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন তার স্বজনেরা। আগুনে তার শরীরের পঞ্চাশ শতাংশ পুড়ে গেছে। ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসীর দাবি- যৌতুকের টাকা না পেয়ে স্বামী তার পরিধেয় পোশাকে আগুন ধরিয়ে দেয়। শুধু তাই না, অগ্নিদগ্ধ হওয়ার পরে তাকে ঘরে তালাবন্দি করে রাখা হয়।
বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।এর আগে মঙ্গলবার সন্ধার পরে শারমিন বেগমকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শারমিন বেগম গাইবান্ধা সদর উপজেলার কাবিলের বাজার এলাকার শফিউল ইসলামের মেয়ে। বছর দুয়েক আগে একই এলাকার বাসিন্দা কোরবান আলীর সঙ্গে তার বিয়ে হয়।
এলাকাবাসী ও ভুক্তভোগীর স্বজনরা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে কোরবান আলী ও তার মা মিলে শারমিনকে মারধর করেন। এক পর্যায়ে কোরবান আলী শারমিনের পরনে থাকা ম্যাক্সিতে আগুন ধরিয়ে দেয়। বিকালে ভুক্তভোগীর স্বজনেরা এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, কাবিলের বাজার এলাকায় এক গৃহবধূর শরীরে আগুন দেয়ার কথা শুনেছি। ঘটনার সত্যতা জানার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়। তবে এই ব্যাপারে এখনও থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান ওসি।
আর/এমকে