দুর্গত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার ক্লাস বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২৪

ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্গত এলাকায় সোমবার (২৭ মে) সব  শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ থাকবে। তবে কর্মচারীদের সার্বক্ষণিক শিক্ষাপ্রতিষ্ঠানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২৬ মে) রাতে এক সংবাদ সম্মেলনে  বিষয়টি জানান দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, কর্মচারী যারা আছেন,তাদের সার্বক্ষণিক শিক্ষাপ্রতিষ্ঠানে থাকতে হবে যাতে  আশ্রয়ের জন্য কোনও লোক আসলে যেন সহযোগিতা পায়।

প্রসঙ্গত, প্রবল ঘূর্ণিঝড়রিমালরোববার সন্ধ্যার পর উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এর আগে বিকাল থেকেই ঘূর্নিঝড়টির অগ্রভাগ উপকূল তীরবর্তী অঞ্চলে প্রভাব ফেলতে শুরু করে। ঘূর্নিঝড়টির প্রভাবে তীব্র বাতাস, জলোচ্ছ্বাস, ঝোড়ো হাওয়াসহ ভারী অতিভারী বৃষ্টি হতে পারে। এমনকি বন্যা হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর