তানোরে প্রশ্নবিদ্ধ ইউনি ব্লকের রাস্তা নির্মাণ কাজ

রাজশাহী প্রতিনিধি
২৬ মে ২০২৪

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নে (ইউপি) সিডিউল অনুযায়ী ইউনি ব্লক দিয়ে রাস্তা নির্মাণ কাজ বিষয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের ভাষ্য দরগাডাঙা থেকে নড়িয়াল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার এ কাজে অনিয়ম করা হচ্ছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন, নাজিমুদ্দিন রফিকুল ইসলাম জানান,  রাস্তার মাঝে মাঝে ভাঙা ইউনি ব্লক দেওয়া হয়েছে। ইউনি ব্লক দেওয়ার পর রাস্তার দুই সাইডে ফাঁকা রাখা হয়েছে। সামান্য পরিমাণ সিমেন্ট বালির পরিমাণ বেশি দিয়ে ঢালাই করা হয়েছে। ওই ঢালাই হাতের আঙুল দিয়ে আঁচর দিলেই উঠে যাচ্ছে। রেজিংয়ের দুই পাশে অনেক স্থানে মাটিও দেওয়া হয়নি। এসব বিষয়ে কেউ প্রতিবাদ করলে উল্টো কাজ বন্ধ রেখে চলে যাওয়ার ভয় দেখান ঠিকাদার।

ঠিকাদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নির্মাণ কাজ সঠিকভাবে করা হয়েছে। উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, সিডিউল মোতাবেক কাজ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে কাজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪অনলাইন/মানিক হোসেন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর