আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল বৃদ্ধের

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ মে ২০২৪

ঘূর্নিঝড় রোমাল শ্যামনগর উপকূলে আঘাত হানতে শুরু করেছে। দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও সন্ধ্যার সাথে সাথে প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করেছে। উপকূলীয় এলাকার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে  শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকাত মোড়ল (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। শওকাত মোড়ল উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত নরিম মোড়লের ছেলে।

শওকাত মোড়লের ছেলে বউ আছমা খাতুন জানান, সন্ধ্যার দিকে তার শ্বশুর  শাশুড়িকে নিয়ে নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাচ্ছিলেন। পথে হঠাৎ অসুস্থবোধ করার কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি। ধারণা করা হচ্ছে, আবহাওয়ার এমন পরিস্থিতিতে মানসিক চাপে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর