রিমালের প্রভাবে বিতরণ সংস্থার ক্ষতি ৮৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
২৮ মে ২০২৪

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পল্লি বিদ্যুৎ সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) মিলে ক্ষয়ক্ষতি হয়েছে ৮৩ কোটি টাকার বেশি। দেশজুড়ে পল্লী বিদ্যুতের ৬৫টি সমিতির গ্রাহক সংযোগ বন্ধ হয়ে যায়।  সোমবার (২৭ মে) এক বার্তায় এ তথ্য জানানয় বিদ্যুৎ জ্বালানি খনিজসম্পদ মন্ত্রণালয়। যদিও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে চব্বিশ ঘণ্টাই কাজ করছে বিদ্যুৎ বিভাগের কর্মীরা।

প্রাপ্ত তথ্য বলছে, রিমালের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ২ কোটি ৩৫ লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ যায়। গাছ পড়ে, লাইন ছিঁড়ে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এখনো। দুর্ঘটনা এড়াতে অনেক এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয় বিদ্যুৎ বিভাগকে। এদিকে বিদ্যুৎ না থাকায় অনেক এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক অচল হয়ে যায়। তবে সোমবার রাত থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে শুরু করেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে বিদ্যুৎ বিভাগ।

প্রাপ্ততথ্য বলছে, রিমালের দাপটে ঘূর্ণিঝড়প্রবণ এলাকার ৩০টি সমিতির  হাজার ৩৯২টি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ট্রান্সফরমার নষ্ট হয়েছে হাজার ৯৮২ টি, ইন্সুলেটর ভেঙেছে ২১ হাজার ৮৪৮টি। এছাড়া ৪৬ হাজার ৩১৮টি  মিটার নষ্ট হয়েছে। সার্বিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে প্রায় ৭৯ কোটি লাখ টাকা। বর্তমানে পল্লী বিদ্যুতের কোটি ২৬ লাখ ৮৯ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন রয়েছে বলেও সোমবারের দেওয়া বার্তায় জানানো হয়।

অপরদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো)২০টিপোল নষ্ট হয়েছে,  ২৪ কিলোমিটার বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে, ট্রান্সফরমার নষ্ট হয়েছে ১২টি। আর ১৩৪টি  ইন্সুলেটর নষ্ট হয়ে গেছে। সংস্থাটির ক্ষতির পরিমাণ কোটি ৭৬ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর