টানা ৩৮ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই পাবনার আটঘরিয়া উপজেলায়। এতে দৈনন্দিন কাজ বিশেষ করে পানি নিয়ে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন এ উপজেলার বাসিন্দারা।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার রাতে এ উপজেলায় প্রথমে দমকা ও পরে ঝোড়ো হাওয়া শুরু হয়। এরপর রাত ১২ টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (২৮ মে) দুপুর ১টা পর্যন্ত আর বিদ্যুতের দেখা পায়নি গ্রাহকরা। তবে পৌরসভার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।
এদিকে টানা ৩৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অনেকেই মুঠোফোন বন্ধ হয়ে গেছে চার্জ দিতে না পারার জন্য। শৌচাগারে জল নেই। পানির অভাবে গোসল করতে পারছেন না অনেকে।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির আটঘরিয়া জোনাল অফিস সূত্র জানায় , রাতে ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। গতকাল রাত থেকে আমাদের টিম মেরামতের কাজ করছে। স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে