চার বছর আগের কথা। বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারেননি আবু রায়হান। সে কথা মনে হতেই, ফ্রিতে মোবাইল চার্জিং সেবা নেওয়ার উদ্যোগ নেন তিনি।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শেরপুরের নকলায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ সময়েই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে না পারার কথা মনে হয় তার। মনে হওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে ফ্রিতে মোবাইল চার্জিং সেবা দেওয়ার কথা তুলে ধরেন তিনি।
এদিকে তার পোস্টে সাড়া দিয়ে শিক্ষার্থীরা ভীড় জমাতে থাকে তার কম্পিটার বিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান আইটি কম্পিউটার-এ। আবু রায়হানের হিসাবে, এ পর্ন্ত ২২০ জন সাধারণ শিক্ষার্থী ফ্রি সেবা পেয়েছে। ফ্রি সেবাটি বিদ্যুৎ না আসা পযন্ত চলবে।
পরিচালক আবু রায়হান জানান, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে ৪ বছর আগে বিশ্ববিদ্যালয় এডমিশনের জন্য অনলাইনে আবেদন করতে পারিনি আমি। তাই আমার মতো নকলার শিক্ষার্থীদের যাতে মোবাইল চার্জিং বা এডমিশন নিয়ে ভোগান্তি না হয়, সেজন্য আমার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে ফ্রি সেবার কথা বলি। এরপর আমার আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে বিশেষ আইপিএস ব্যবস্থাপনায় সেবাটি দিচ্ছি।
ফ্রিতে চার্জিং সেবা পাওয়াদের মধ্যে শিক্ষার্থী ফুয়াদ,তুর্য, জিহাদ,অমিত,মনির,মারুফা,আমবিয়া খাতুন, মনিকা, পারভেজ, লিখন, আশিক, আব্দুল্লাহ, রকি, আকরাম, মেহেদী, সাফিত, শান্ত, আপন, শোয়েব আহমেদ, আফছানা রিমি, নুপুরসহ অনেকেই জানান, ফেসবুক আইডির মাধ্যমে আমরা জানতে পারি- নকলায় ফ্রি চার্জিং সেবা দিচ্ছে। সত্যিই সেবাটি পেয়ে খুব খুশি আমরা। সুন্দর এ মানবিক উদ্যোগ নেওয়ার জন্য প্রতিষ্ঠানের পরিচালকে ধন্যবাদ।
বিডি২৪অনলাইন/রেজাউল হাসান/সি/এমকে