তৃতীয় ধাপের সহকারি শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
২৮ মে ২০২৪

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে তৃতীয় ধাপের নিয়োগ প্রক্রিয়ার মৌখিক পরীক্ষার ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। প্রশ্নফাঁসের ঘটনায় হওয়া রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (২৮ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আদেশ দেন।

এ ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগে নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা গত ২৯ মার্চ গ্রহণ করা হয়। এ ধাপে এ দুই বিভাগের জেলাগুলোতে ৪১৪টি কেন্দ্রে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। এতে প্রার্থী ছিলেন প্রায় সাড়ে তিন লাখ।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর