বুধবারের মধ্যে বিদ্যুৎ পাবেন ৮০ শতাংশ গ্রাহক

নিজস্ব প্রতিবেদক
২৮ মে ২০২৪

ঘূর্ণিঝড় রিমালের কারণে দেশের পল্লী বিদ্যুতের কোটি লক্ষ হাজার ৭০২ জন গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েন। এর মধ্যে ৮০ শতাংশ গ্রাহককে বুধবারের (২৯ মে) মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। বাকি গ্রাহকদের সার্ভিস ড্রপ মিটার বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে। মঙ্গলবার (২৮ মে) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি খনিজসম্পদ মন্ত্রণালয়।

বার্তায় আরও জানানো হয়, ঘূর্ণিঝড় পরবর্তী বিদ্যুত সরবরাহ স্বাভাবিক করতে  পল্লী বিদ্যুতের ৩০ হাজার জনবল মাঠে কাজ করেছেন। বিদ্যুৎবিহীন হয়ে পড়া মোট  গ্রাহকের মধ্যে কোটি ৩১ লাখ ৩৬ হাজার ৭০২ জন গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ৫০ শতাংশ গ্রাহকদের কাছে বিদ্যুৎ সরবরাহ করা শুরু  হয়েছে। রাতের মধ্যে ৬০ শতাংশ সরবরাহ করা হবে।

অপরদিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিদ্যুৎ বিহীন হয়ে পড়া ১৫ লাখ ৪৮ হাজার ১৫৪ গ্রাহকের মধ্যে ১৪ লাখ হাজার ৫২৬ গ্রাহককে বিদ্যুৎ পুনঃসংযোগ দেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর