আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ফেনী, বান্দরবান ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা দেখা দিতে পারে। মঙ্গলবার (২৮ মে) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পাউবো আরও জানায়, নদ-নদীর মধ্যে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গার পানি সমতল বৃদ্ধি পেলেও পদ্মার পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মার পানি সমতল হ্রাস পেতে পারে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অভ্যন্তরে এবং উজানের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
বিডি২৪অনলাইন/এন/এমকে