গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধায় গৃহবধু শারমিন বেগম (২০)কে মারপিট ও শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে ভুক্তভোগীর স্বামী ও শাশুড়িকের গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(২৪ র্মাচ) বিকাল সাড়ে পাঁচটার দিকে কাবিলের বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে মারপিট ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার বিচার চেয়ে শারমিন বেগমের পরিবারের পক্ষ থেকে তাদের নামে থানায় মামলা করা হয়। ভু্ক্তভোগীর স্বজনদের দাবি, যৌতুকের জন্য শারমিন বেগমের ওপর এমন নির্যাতন চালানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- গাইবান্ধা সদর উপজেলার কাবিলের বাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে কোরবান আলী ও তার স্ত্রী কুলসুম বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি তদন্ত) মজিবর রহমান।
এলাকাবাসী ও শারমিনের স্বজনেরা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে কোরবান আলী ও তার মা শারমিনকে মারপিট করেন। এক পর্যায়ে কোরবান আলী গ্যাস লাইটার দিয়ে শারমিনের পরনে থাকা ম্যাক্সিতে আগুন ধরিয়ে দেয়। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন ভুক্তভোগীর স্বজনেরা। আগুনে শারমিনের শরীরের পঞ্চাশ শতাংশ অংশ পুড়ে যায়। এদিকে অবস্থার অবনতি হওয়ায় শারমিন বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বুধবার।
শারমিন বেগম গাইবান্ধা সদর উপজেলার কাবিলের বাজার এলাকারই শফিউল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানায়, বছর দুয়েক আগে তাদের বিয়ে হয়।
আর/এমকে