ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের তারকা নায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় এ সিনেমার একটি গান প্রকাশ হয়েছে।‘উড়াধুরা’ শিরোনামের গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে শাকিবের ভক্তরা সেটা লুফে নিয়েছেন।
গানটি প্রকাশের পর নেটিজেনদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় সেটা শেয়ার করেছেন। লিখছেন নানান ধরনের মন্তব্য।
কয়েক দিন আগে এ গানের টিজার প্রকাশ্যে আসে। কিন্তু মঙ্গলবার গানটি পুরোটাই প্রকাশ করা হয়।
যৌথভাবে গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ এবং শরীফ উদ্দিন। প্রীতম হাসানের সংগীতায়োজন প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দেবশ্রী অন্তরা।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘তুফান’ নির্মাণ করছেন রায়হান রাফী। যৌথভাবে প্রযোজনা করেছে ঢাকার আলফা আই, চরকি ও কলকাতার এসভিএফ।
একজন গ্যাংস্টারের গল্প উঠে এসেছে এ সিনেমায়। এ সিনেমায শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী।
বিডি২৪অনলাইন/ই/এমকে