সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সহিংসতার ঘটনায় ৪জনকে আটক করেছে পুলিশ। এদিকে প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম নামে একজন গুরুতর আহত হয়েছেন।
আটককৃতরা হলেন- বয়ারডাঙ্গা গ্রামের সাঈদ হোসেন, সুলতানপুর গ্রামের আরিফুল ইসলাম, বাঁধন হোসেন ও আকাশ হোসেন। আহত নজরুল ইসলামকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৯ মে) দুপুরে সংহিসতার ঘটনা ঘটে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান জানান, আমিনুল ইসলাম লাল্টুর ঘোড়া প্রতীকের সমর্থক নজরুল ইসলাম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বসে ছিলেন। এ সময় এসএম আলতাফ হোসেন লাল্টুর আনারস প্রতীকের সমর্থক আরিফুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক পুলিশের কাছে তাদের বিরুদ্ধে নালিশের অভিযোগ এনে নজরুল ইসলামের ওপর হামলা চালিয়ে মারপিট করে। এতে নজরুল ইসলাম গুরুতর আহত হন।
এদিকে দাঙ্গা পুলিশ ঘটনাস্থল থেকে আরিফুল ইসলামসহ তিনজনকে আটক করে। অপরদিকে, বয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক কেন্দ্রে দাঙ্গা সৃষ্টির অভিযোগে পুলিশ সাঈদ হোসেন নামের একজনকে আটক করেছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে