সাতক্ষীরা জেলার কালিগজ্ঞ উপজেলায় নিজের বাড়ির বসতঘর থেকে হাসিনা বেগম ( ৪৫) নামের তালাকপ্রাপ্ত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) ভাড়া শিমলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। হাসিনা বেগম ওই গ্রামের আব্দুর রশিদের সাবেক স্ত্রী।
হাসিনা বেগমের ভাই মোকসেদ আলী জানান, বিয়ের পর ৩ বছরের শিশু কন্যাকে রেখে ও হাসিনা বেগমকে তালাক দিয়ে অন্যত্রে চলে যায় তার স্বামী আব্দুর রশিদ। সেই থেকে ওই বাড়িতে একা একা বসবাস করতেন হাসিনা।
তিনি জানান, কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলেন হাসিনা। এরপর কখনও মেয়ের বাড়ি আবার কখনো নিজের বাড়িতে থাকতেন। গত ৫ দিন ধরে তার বোনকে দেখতে পাননি তারা। ঘরে তালা বদ্ধ দেখে তিনি ও আশেপাশের লোকজন মনে করেছিলেন- তিনি মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন।
এদিকে বুধবার সকালে হঠাৎ ঘর থেকে দুর্গন্ধ বের হয়। বিষয়টি সন্দেহ হলে তিনি ঘটনাটি থানা পুলিশকে জানান।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোট পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে