ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোটগ্রহণ করা হয়েছে। এ ধাপে ৩৫ শতাংশের কম-বেশি ভোট পড়েছে বলে প্রাথমিক ধারণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বলেছেন, ভোটের প্রকৃত তথ্য জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।
বুধবার (২৯ মে) বিকেলে ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সিইসি। তিনি জানান, ইভিএমে ১৬ উপজেলায়, বাকি উপজেলায় ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হয়েছে। প্রার্থী ছিলেন এক হাজার ১৫২ জন।
সিইসি বলেন, ভোট অবাধ নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। খুবই সীমিত পরিসরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভোট কারচুপির চেষ্টায় ৩০ জনকে আটক করা হয়েছে।
তৃতীয় ধাপে ১০৯ উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণে সোমবার ১৯টি এবং মঙ্গলবার ৩টি উপজেলার ভোট স্থগিত করে কমিশন। ফলে বুধবার ৮৭টি উপজেলায় ভোটগ্রহণ করা হয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে