অসংখ্য আজিজ ও বেনজীর লুট করে খাচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২৪

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের উদ্দেশ্যে আরও বলেছেন,  একজন আজিজ ও বেনজীর শুধু নয়, অসংখ্য আজিজ বেনজীর আপনারা তৈরি করেছেন- যারা লুট করে খাচ্ছে। একটাই কাজ লুট করা।

বুধবার (২৯ মে) বিকালে রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনা সভায় নেতাকর্মীদের বক্তব্য শোনেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, সাবেক পুলিশপ্রধানের হাজার হাজার দুর্নীতির চিত্র পত্র-পত্রিকায় বেরিয়ে আসছে। তাকে আপনি লালন করেছেন। অনেক আগে স্যাংশন দেওয়ার পরও তাকে আইজি বানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেওয়া হয়েছে একটা মাত্র কারণে- সে বাংলাদেশে লুট, চুরি করেছে এবং নির্বাচনে বাধা হয়ে দাঁড়িয়েছে। দায় বর্তমান সরকারের বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

দেশে সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আলমগীর বলেন, নির্বাচন দেন না কেন? একটা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চেয়েছি আমরা। সুষ্ঠু নির্ব্চান দিন, জনগণ সিদ্ধান্ত নিক।  তিনি বলেন, তারা সেটা কোনোদিনই করবে না। কারণ তারা জানে- নিরপেক্ষ নির্বাচন হলে ১০ শতাংশও আসন পাবে না তারা।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর