দলের মাঝে ছোট ছোট ভুল কমিয়ে আনতে চান শান্ত

নিজস্ব প্রতিবেদক
৩০ মে ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। এ নিয়ে কম নেতিবাচক সমালোচনা হজম করতে হয়নি টাইগারদের। তবে বিশ্বকাপে দলের উপর বাড়তি চাপ তৈরি করতে চান না টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই সঙ্গে বৈশ্বিক এ টুর্নামেন্টে দলের মাঝে ছোট ছোট ভুল কমিয়ে আনতে চান তিনি। যুক্তরাষ্ট্রের ন্যায় বিশ্বকাপেও দল খারাপ অবস্থায় পড়লে সে সময়ও সাপোর্টারদের পাশে চান টাইগার অধিনাক।

বিসিবিরগ্রিন রেড স্টোরিতে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানান তিনি। নাজমুল হোসেন শান্ত বলেন,  দেশের বাইরে যখন সাপোর্টাররা সাপোর্ট করেন, সেটা একটা বাড়তি অনুপ্রেরণা। দেশে প্রত্যেকটা মানুষ যেভাবে ক্রিকেট ফলো করে, ক্রিকেটের পাশে থাকে, এটা অবশ্যই টিমকে অনুপ্রেরণা করে বলে মনে করেন তিনি।

দর্শকদের উদ্দেশ্যে টাইগার অধিনায়ক বলেন,  আল্লাহ না করুক, আমরা যদি কোন খারাপ অবস্থার মধ্যে পড়ি, ওই সময়টাতে যেন সাপোর্টাররা টিমের পাশে থাকে, টিমকে যেন সাপোর্ট করে।

বিশ্বকাপে দলের প্রত্যাশা নিয়ে শান্ত বলেন, সম্ভাবনা বলতে চাই না। কারণ আপনিও চান- বাংলাদেশ কাপ জিতুক। প্লেয়াররাও চায় বাংলাদেশ টিম কাপ জিতুক।  তবে  ক্যাপ্টেন হিসেবে যে জিনিসটা আমার কাছে গুরুত্বপূর্ণ, আমাদের প্রস্তুতি ঠিকমত নিয়েছি কি-না, ছোট ছোট কাজগুলো করছি কি-না। এ জিনিসগুলো আমরা ঠিকভাবে করতে পারলে রেজাল্ট আসবেই বলে আশা প্রকাশ করেন শান্ত।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে

 


মন্তব্য
জেলার খবর