নোয়াখালীর সুবর্ণচরের রিপন নামের এক জেলের অর্ধগলিত ও রক্তাক্ত লাশ উদ্ধার করেছে সন্দ্বীপের উড়িরচর পুলিশ ফাঁড়ির সদস্যরা। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরের দিকে উড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেঘনা নদী সংলগ্ন কামাল মিয়ার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মে নিজের বাড়ি থেকে রিপন ও তার ভগ্নিপতি জামাল পৃথক সময়ে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। পরের দিন জামাল উদ্দিন বাড়িতে ফিরলেও রিপন ফেরেনি। তবে বাড়িতে ফেরার পর জামালের লুঙ্গিতে রক্ত লেগে থাকতে দেখেছেন তার স্ত্রী। এর পরের দিন জামাল ভোর বেলায় চট্টগ্রাম যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়।
ধারণা করা হচ্ছে, জামাল উদ্দিন তার সবজি প্রজেক্টের পাশে দা দিয়ে কুপিয়ে রিপনকে হত্যা করে মেঘনা নদীতে ফেলে দিয়েছিল।
এদিকে রিপনের ছেলে আরমান হোসেন বলেন, কিছু দিন আগে জামাল উদ্দিন ও তার সাঙ্গপাঙ্গরাসহ একটি মাছ ধরার ফিশিংবোট চুরি করে নিয়ে আসে। পরে বোটটি তার বাবা স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় বোট মালিকের কাছে ফিরিয়ে দেয়। তাছাড়া উপজেলা নির্বাচন শেষে এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। এসব চুরির ঘটনায় তার সম্পৃক্ততার কথা তার বাবা স্থানীয়দের জানায়, স্থানীয়রা জামালকে পুলিশে সোপর্দ করে। দু’দিন হাজতবাস শেষে বেরি আসেন তিনি।
আরমান হোসেনের দাবি, জামাল ও হার সহযোগিরা রিপনকে কুপিয়ে হত্যার পর লাশ মেঘনা নদীতে ফেলে দেয়। উড়িরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সায়েম মোহাম্মদ কামরুজ্জামান বলেন, রিপনের মাথা, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত করা জখমের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে লাশটি ওই পুকুরে ঢুকে যায়। লাশ ময়না তদন্তের জন্য সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এদিকে রিপনের পরিবারে এখন চলছে মাতম। একমাত্র উপার্জনক্ষম পুরুষটিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবারটি।
বিডি২৪অনলাইন/দেলোয়ার হোসেন/সি/এমকে