পঞ্চগড়ে পাঁচ উপজেলা এবং একটি পৌরসভা মিলে মোট এক লাখ ৬৪ হাজার ৩৭৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আগামী ১ জুন দিনব্যাপী ১ হাজার ৭৭টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (৩০ মে) পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভায় সাংবাদিকদের এ সব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরি।
সভায় জানানো হয়, ৬ থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৪৭৫ জনকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪৪ হাজার ৯০০ জনকে লাল রঙের এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ভিটামিন এ প্লাস ক্যাপসুল রাতকানা, চোখের পানি শূণ্যতা, শারীরিক বৃদ্ধি ও ক্ষয়পূরণে কার্যকরি। শিশুদের জন্য এ ক্যাপসুল খাওয়া নিরাপদ এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে ৬ মাসের কম বয়সী শিশু, ৫ বছরের বেশি বয়সী শিশু, ৪ মাসের মধ্যে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়া শিশু এবং অসুস্থ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে না। ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুকে ভরাপেটে যথাসময়ে কাছাকাছি কেন্দ্রে নিয়ে আসতে হবে।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে