মন্তব্য
সাতক্ষীরা জেলার কালিগজ্ঞ উপজেলায় বাড়ির গোয়াল ঘরে ফ্যানের সুইচ বন্ধ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে পঞ্চানন সরকার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) উকসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পঞ্চানন সরকার ওই গ্রামের মৃত অবনী সরকারের ছেলে। পঞ্চাননের পরিবারের বরাত দিয়ে ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন জানান, পঞ্চানন সরকার প্রতিদিনের মতো সোমবার সকালেও গোয়াল ঘরের ফ্যানের সুইচ বন্ধ করতে যায়। ওই সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে