নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ সভা হয়।
সভায় জানানো হয়, আগামী ১ জুন ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১২ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ইউনিয়ন পর্যায়ে অস্থায়ীভাবে ১৯২ কেন্দ্রসহ মোট ১৯৩ টি কেন্দ্রে দিনব্যাপী এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেনিস তপ্ন, ইসলামিক ফাউন্ডেসনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান অফিসার নাজমুল হক প্রমুখ।
বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/এমকে