ক্যান্সার আক্রান্ত সেই মরিয়ম পেলেন ৫০ হাজার টাকা

পঞ্চগড় প্রতিনিধি
৩০ মে ২০২৪

সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে স্তন (ব্রেস্ট) ক্যান্সার আক্রান্ত মরিয়ম বেগমকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে  সমাজসেবা অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে শহরের তুলারডাঙ্গায়  মরিয়মের বাড়িতে গিয়ে তার হাতে চেকটি তুলে দেন  পঞ্চগড় সমাজসেবা কার্যালযের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়।

সম্প্রতি মরিয়ম (৩৮) বেগমের স্তন ক্যান্সার সংক্রান্ত একটি খবর নিউজ পোর্টাল বাংলাদেশ ২৪ অনলাইল ডট কম নাগরিক টেলিভিশনে প্রকাশ হয়। সংবাদটি জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের নজরে আসলে তিনি সমাজসেবা অধিদপ্তরকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

প্রতিবন্ধী দম্পতি মোস্তফা-ফুলজান বেগমের মেয়ে মরিয়ম। তারা জানান, টাকায় হয়তো তাদের মেয়েকে বাঁচানো সম্ভব না। তারপরও যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, একটু হলেও চিকিৎসা করানো যাবে।

উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় জানান, সংবাদ প্রকাশের মাধ্যমেই আমরা মরিয়ম অসহায় কথা জানতে পেরেছি। মরিয়ম যেন আবার আগের অবস্থানে ফিরে আসে, কামনা করছি।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর