সরকারের বিভিন্ন বিভাগে পৌনে ৪ লাখ পদ খালি

নিজস্ব প্রতিবেদক
৩০ মে ২০২৪

বর্তমানে সরকারের ৫৮টি মন্ত্রণালয় বা বিভাগে লাখ ৭০ হাজার ৪৪৭টি পদ ফাঁকা রয়েছে। বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ মে) রাজধানী ঢাকায় জাতীয় সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  হয়। বৈঠকে সভাপতিত্ব করেন . মোহাম্মদ সাদিক।

বৈঠকে জানানো হয়, বর্তমানে  ৫৮টি মন্ত্রণালয় বা বিভাগের ১৯ লাখ ১৬ হাজার ৫১৯টি  পদ রয়েছে। এর মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৭২টি পদ পূরণ করা হয়েছে। সংশ্লিষ্টদের এসব পদ পূরণ করতে গুরুত্ব অনুযায়ী মন্ত্রণালয় বা বিভাগ নির্বাচন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর