নকলায় বিদ্যুতায়িত হয়ে চাচা শ্বশুর ও ভাতিজা বৌয়ের মৃত্যু

নকলা (শেরপুর) প্রতিনিধি
৩০ মে ২০২৪

শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে পারভীন আক্তার (৩৫) নামে এক গৃহবধূ ও তার চাচা শ্বশুর ফিরোজ মিয়া (৪০) মারা গেছেন। এ সময় ফিরোজ মিয়ার ছেলে রোকন মিয়া (১৩) আহত হয়েছে। বুধবার বিকালে টালকী ইউনিয়নের মজিদবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া এদিন বিকালে পাঠাকাটা ইউনিয়নের কৈয়াকুড়ি কান্দাপাড়া গ্রামে বিদ্যুতায়িত হয়ে শিশু আহত হয়েছে।

পারভীন আক্তার সন্তানের জননী ফিরোজ মিয়া সন্তানের জনক।  আহত দুই শিশু হলো- কান্দাপাড়া গ্রামের করিম মিয়ার ছেলে আবু হামজা () একই এলাকার রাজন মিয়ার মেয়ে রিয়া আক্তার ()

 

জানা গেছে, ঘূর্নিঝড় রিমালের প্রভাবে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে ফিরোজ মিয়ার বাড়ির ভেতরে মাটির কাছাকাছি ঝুলছিল। পারভীন আক্তার অসাবধানতাবশত সেই তারে জড়িয়ে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে ফিরোজ মিয়াও বিদ্যুতায়িত হন। এ সময় তাদেরকে বাঁচাতে রোকন মিয়া বিদ্যুৎতায়িত হওয়ার সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে আহত হয়। তাদের জনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত্যু ঘোষণা করেন।

অন্যদিকে কৈয়াকুড়ি কান্দাপাড়া গ্রামেও বিদ্যুতের ছেঁড়া তার স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে ওই দুই শিশু ছিটকে পড়ে আহত হয়।

 

বিডি২৪অনলাইন/রেজাউল হাসান/সি/এমকে


মন্তব্য
জেলার খবর