দেশের ৪৮টি জেলার কৃষিতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে। ক্ষতি হয়েছে ১ লাখ ৭১ হাজার ১০৯ হেক্টর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৪৯১ জন কৃষক। প্রভাব ফেলা ৪৮ জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের ১৩ জেলা।
বৃহস্পতিবার (৩০ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, বর্তমানে মাঠে দণ্ডায়মান ফসলি জমি আছে প্রায় ১৪ লাখ ৩০ হাজার ৬৫ হেক্টর। রিমালে আক্রান্ত ফসলি জমির পরিমাণ প্রায় ১ লাখ ৭১ হাজার ১০৯ হেক্টর। ফসল হিসেবে আউশ বীজতলা ১০ হাজার ৮৪৩ হেক্টর, আউশের জমি ২১ হাজার ৪৩৪ হেক্টর, বোরো ৭ হাজার ৭৩০ হেক্টর, বোনা আমন ৪ হাজার ৮২৬ হেক্টর, গ্রীষ্মকালীন সবজি ৫২ হাজার ১৯০ হেক্টর, পাট ২৯ হাজার ৭৪৯ হেক্টর, তিল ৭ হাজার ৫৩৬ হেক্টর, মুগ ৩ হাজার ৫০৭ হেক্টর, মরিচ ২ হাজার ৪৪৪ হেক্টর দুর্যোগ কবলিত হয়েছে। ফলের মধ্যে আম ৪ হাজার ৭০৮ হেক্টর, লিচু ১ হাজার ৫৭৫ হেক্টর, কলা ৭ হাজার ৬১৩ হেক্টর দুর্যোগ কবলিত হয়েছে।
মাঠে কিছু পরিমাণে ভুট্টা, চীনাবাদাম ছাড়া অন্য রবিশস্য না থাকায় বড় আকারের ক্ষতির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছে কৃষি। তবে আমনের জন্য এ বৃষ্টি সুফল বয়ে আনবে। তাছাড়া বিভিন্ন সবজি ও ফলফলাদির জন্য ভূমিকা পালন করবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
বিডি২৪অনলাইন/এন/এমকে