ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে ৪৮ জেলায়

নিজস্ব প্রতিবেদক
৩০ মে ২০২৪

দেশের ৪৮টি জেলার কৃষিতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে।  ক্ষতি হয়েছে লাখ ৭১ হাজার ১০৯ হেক্টর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয়েছেন   লাখ ৭৩ হাজার ৪৯১ জন কৃষক। প্রভাব ফেলা ৪৮ জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরিশাল, খুলনা চট্টগ্রাম অঞ্চলের ১৩ জেলা।

বৃহস্পতিবার (৩০ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, বর্তমানে মাঠে দণ্ডায়মান ফসলি জমি আছে প্রায় ১৪ লাখ ৩০ হাজার ৬৫ হেক্টর। রিমালে আক্রান্ত ফসলি জমির পরিমাণ প্রায় লাখ ৭১ হাজার ১০৯ হেক্টর। ফসল হিসেবে আউশ বীজতলা ১০ হাজার ৮৪৩ হেক্টর, আউশের জমি ২১ হাজার ৪৩৪ হেক্টর, বোরো হাজার ৭৩০ হেক্টর, বোনা আমন হাজার ৮২৬ হেক্টর, গ্রীষ্মকালীন সবজি ৫২ হাজার ১৯০ হেক্টর, পাট ২৯ হাজার ৭৪৯ হেক্টর, তিল হাজার ৫৩৬ হেক্টর, মুগ হাজার ৫০৭ হেক্টর, মরিচ হাজার ৪৪৪ হেক্টর দুর্যোগ কবলিত হয়েছে। ফলের মধ্যে আম হাজার ৭০৮ হেক্টর, লিচু হাজার ৫৭৫ হেক্টর, কলা হাজার ৬১৩ হেক্টর দুর্যোগ কবলিত হয়েছে।  

মাঠে কিছু পরিমাণে ভুট্টা, চীনাবাদাম ছাড়া অন্য রবিশস্য না থাকায় বড় আকারের ক্ষতির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছে কৃষি। তবে  আমনের জন্য বৃষ্টি সুফল বয়ে আনবে। তাছাড়া  বিভিন্ন সবজি ফলফলাদির জন্য ভূমিকা পালন করবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর